Dr. Md. Ahsan Habib passed SSC and HSC from Rajshahi Cadet College. He stood 28th position in the medical admission test in 1993 and got admitted to Dhaka Medical College. He stood 33 rd position in 22 nd BCS and joined in 2003. He passed MRCS in 2008. FCPS in 2009, MS( Colorectal surgery) in 2017 from Bangabandhu Sheikh Mujib Medical University, and Fellowship in ISCP( International Society of coloproctology) in 2017.
Dr. Md. Ahsan Habib has been working as a junior consultant of surgery from 2010 to 2015 and and as Assistant Professor of Surgery at National Institute of Cancer research and Hospital, Mohakhali from 2018 to 2020. He joins Dhaka Medical College as Associate Professor of Colorectal surgery in 2021 and has been there till today.
He performed a lot of operations in Government and Private hospitals with reputation.
He frequently deals with recurrent fistula in ano(previously operated in Bangladesh or abroad) successfully. He prefers diagnostic VAAFT followed by excision and reconstruction for complex and recurrent fistula in ano with high success rate. He was trained from Professor Parvez Sheikh (India) for complex and recurrent fistula in ano and trying to adopt excision and reconstruction technique in our country.
ডাঃ মোঃ আহসান হাবিব রাজশাহী ক্যাডেট কলেজ হতে এইচ. এস.সি পাশের পর ১৯৯৩ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় ২৮তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ২০০৩ সালে ২২ তম বি.সি.এস পরীক্ষায় ৩৩তম স্থান অধিকার করে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ২০০৮ সালে এম.আর.সি.এস, ২০০৯ সালে এফ.সি.পি.এস, ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কলোরেক্টাল সার্জারীতে এম.এস ডিগ্রি এবং ISCP (International Society of Coloproctology) থেকে ফেলোশীপ অর্জন করেন। ডাঃ মোঃ আহসান হাবিব ২০১০ হতে ২০১৫ সাল পর্যন্ত জুনিয়র কনসালটেন্ট ছিলেন এবং ২০১৬ থেকে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি সহকারী অধ্যাপক পদে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে সার্জিক্যাল অনকোলজি বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। রেডিয়েশন প্রোকটাইটিস (জরায়ু মুখ ক্যান্সার বা প্রষ্টেট ক্যান্সার রোগির রে-ি ডওথেরাপির পর মলদ্বার দিয়ে রক্ত যাওয়া) রোগীর স্বল্প খরচে ফরমালিনের মাধ্যমে চিকিৎসা বাংলাদেশে চালু করায় ২০১৯ সালে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে Best Teachers Award লাভ করেন। তিনি মার্চ, ২০২১ হতে ঢাকা মেডিকেল কলেজে কলোরেক্টাল সার্জারী বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন। ২০১০ হতে নিজ কর্মস্থল ও বেসরকারী হাসপাতাল এবং ক্লিনিকে এ যাবৎ বিপুল সংখ্যক অপারেশন করে সুনাম অর্জন করেছেন। তিনি মলাশয় ক্যান্সার অপারেশনের Lone Star Retractor প্রথম স্বল্প খরচে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেন । তিনি প্রথম বাংলাদেশে লেজারের সাহায্যে পাইলস, ফিসার ও ফিষ্টুলা অপারেশন চালু করেন। তিনি জটিল ফিষ্টুলার সবচেয়ে কার্যকর অপারেশন পদ্ধতি Diagnostic VAAFT Fol- lowed by Excision and Reconstruction এদেশে চালু করেছেন এবং এই পদ্ধতিকে জনপ্রিয় করার চেষ্টা করছেন।